spot_imgspot_img
spot_imgspot_img

মুম্বই পুলিশের কুর্নিশ প্রয়াত দুই অভিনেতাকে

spot_img

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক :: বলিউডে পরপর দুই নক্ষত্রের পতন। ২৯শে এপ্রিল সকালে মৃত্যু হলো ইরফান খানের। আজ চলে গেলেন ঋষি কাপুর। বলিউডের এই দুই অভিনেতাকে এক অভিনব উপায়ে কুর্ণিশ জানালো মুম্বই পুলিশ। দুই অভিনেতার মৃত্যুর পর দুটি পোস্টার প্রকাশ করে তারা। প্রথমটিতে রয়েছে, মুম্বইবাসীকে লকডাউন মানার জন্য আবেদন জানানো ইরফানের একটি ছবি। পরেরটিতে রয়েছে, ঋষি কাপুরের ছবি ও তারই সিনেমার গানের কথা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুটি পোস্টারই।

মু্ম্বই পুলিশে্র এহেন কীর্তিকে স্যালুট জানিয়েছে নেটিজেনরাও। দুই অভিনেতার মৃত্যুর পর শোকবার্তায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। একই উপায়ে বলিউডের অন্যতম সুপারস্টারদের কুর্নিশ জানালো মুম্বই পুলিশ। ইরফান খানের পোস্টারে সামাজিক দূরত্ব মানার আবেদন জানানো হয়েছে। মুম্বই পুলিশ টুইটার হ্যান্ডেলে লেখে, আপনি চিরকাল আমাদের স্মৃতিতে বেঁচে থাকবেন। আপনার একাধিক সৃষ্টি গোটা পৃথিবীকে আপনার কথা মনে করাবে। এরপরই পোস্টারটি শেয়ার করা হয়েছে। যেখানে প্রথম ছবিটিতে লেখা হয়েছে, লকডাউন ভেঙে রাস্তায় বের হবো। তা দেখে নেতিবাচক মুখভঙ্গি করছেন ইরফান খান। পরের ছবিটিতে লেখা হয়েছে, বাড়িতে বসে ইরফান খানের সিনেমা দেখবো। তাতে সায় দিয়েছেন অভিনেতা।
আজ অভিনেতা ঋষি কাপুরের প্রয়ানেও শোক প্রকাশ করে মুম্বই পুলিশ। টুইটার হ্যান্ডেলে তারা লেখে, ওম শান্তি ওম! শান্তি শান্তি ওম! আপনি চিরকালে আমাদের হৃদয়ে নট আউট থাকবেন। এরপরই অভিনেতার ছবি দিয়ে তারা লেখে, হোগা তুমসে প্যায়ারা কৌন?

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ