১৬ মে পর্যন্ত বাড়ছে সাধারণ ছুটি

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক :: ফের বাড়ছে সাধারণ ছুটি। করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১৬ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে। এ নিয়ে ছয় দফায় ছুটি বাড়ছে। আজ শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ কথা জানান।

মন্ত্রী বলেন, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটির মেয়াদ ১৫ই মে পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছেন। তবে পরদিন শনিবার এমনিতেই সাপ্তাহিক ছুটি। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে আগামীকাল রোববার বা পরদিন সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

করোনা ভাইরাসের কারণে প্রথম দফায় ২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত ছুটি দেয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ই এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ই এপ্রিল পর্যন্ত।
এরপর চতুর্থ দফায় ২৫শে এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। সবর্শেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে ৫ই মে পর্যন্ত বাড়ানো হয়েছিল।

সর্বশেষ