প্রিয় সংবাদ ডেস্ক :: করোনা আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে চট্টগ্রামে। আজ সোমবার ( ৪ মে) ২২ জন শনাক্ত হয়েছে, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। যাদের মধ্যে চট্টগ্রামে ১৬ জন পজিটিভ।
আজ সোমবার রাতে ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য জানিয়ে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সোমবার বিআইটিআইডিতে ২৪৩ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ফলাফল পজেটিভ আসে ২২ জনের। এর মধ্যে ১৬ জন চট্টগ্রামের, ৬ জন অন্য জেলার। ১৬ জনের মধ্যে ১২ জন নগরের ও চারজন পটিয়া, বাঁশখালী, লোহাগাড়া, সীতাকুণ্ড উপজেলার।
চট্টগ্রামের ১৬ জনের মধ্যে দামপাড়া পুলিশ লাইন্সের দুইজন, উত্তর কাট্টলীর ১, আকবরশাহ এলাকার ১, হালিশহর ও বন্দরের ২, এনায়েত বাজারের ২, বড় কুমিরার ১, পাহাড়তলীর ২, বিআইটিআইডি ১ সিএমএইচ’র ১ জন রয়েছেন। ১৬ জনের মধ্যে পুরনো রোগী আছে কিনা জানতে সময় লাগবে বলে জানান সিভিল সার্জন।