spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত আরো ৬ জন

spot_img

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক :: চট্টগ্রামে আরো ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১১১ জন হলো। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি। তিনি বলেন, মঙ্গলবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ যার মধ্যে সাতজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তারা সকলেই চট্টগ্রামের বাসিন্দা। এর মধ্যে একজন আগের আক্রান্ত রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরীর দামপাড়ার একজন, কাঠগড়ের একজন, পাঁচলাইশের একজন, নন্দনকাননের একজন, মা ও শিশু হাসপাতালের একজন ও লোহাগাড়া উপজেলার একজন রয়েছেন। চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন। মারা গেছেন আটজন। এছাড়া আরো পাঁচজন অন্য জেলায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে চিকিৎসা নিচ্ছেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ