spot_imgspot_img
spot_imgspot_img

‘সময়ের আলো’র সাংবাদিক অপু মারা গেছেন

spot_img

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক :: দৈনিক সময়ের আলোর সিনিয়র সহ সম্পাদক মাহমুদুল হাকিম অপু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোর রাতে সেহরির জন্য ডাকতে গেলে তার কোনো সাড়া পাওয়া যায়নি। সেসময়ই পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় পান।
করোনা ভাইরাস টেস্টের জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সাংবাদিক অপুর স্ত্রী আরিফা সুলতানা পলি মানবজমিনকে জানান, মাহমুদুল হাকিম অপু ১০/১২ দিন ধরে জ্বরে ভুগছিলেন। মাঝে মধ্যে কাশি হতো তার। তবে শ্বাসকষ্ট ছিলো না। করোনার বিষয়ে এখনো আমার শিউর না।
করোনা ভাইরাস টেস্টের জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রেজাল্ট আসলে জানতে পারবো।
এদিকে অপুর মৃত্যুতে তার সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এর আগে গত ২৮শে এপ্রিল সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন করোনার উপসর্গ নিয়ে মারা যান। মৃত্যুর পর তার করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ আসে। পরে সাংবাদিক খোকনের স্ত্রী ও বড় ছেলের নমুনা পরীক্ষার রিপোর্টও করোনা ভাইরাস পজিটিভ আসে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ