spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে করোনার প্রভাব ঠেকাতে অধিকাংশ মার্কেটই খুলছে না

spot_img

 

- Advertisement -

মোহাম্মদ মামুন :: জীবন বাঁচলে জীবিকা এই শ্লোগানে ঈদ উপল‌ক্ষে সরকারি নি‌র্দেশনা মে‌নে রবিবার থেকে প্রশাসন শ‌পিং সেন্টার খোলার অনুম‌তি দি‌লেও প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমন থেকে বাঁচতে ঈদের আগে খুলছে না চট্টগ্রাম নগরীর বেশিরভাগ শপিং সেন্টার। শুক্রবার (৮ মে) বিকেলে নগরের বিভিন্ন শপিং সেন্টারের দোকান মালিক সমিতি এবং ব্যবসায়ী সমিতির সম্মিলিত বৈঠকে আলোচনা করে সর্বসম্মতিক্রমে ৯টি শপিং সেন্টার (মার্কেট) এর স্ব স্ব মালিক সমিতি মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। পরিস্থিতি বিবেচনায় আগামী ১০ মে থেকে আরো বেশ কয়েকটি শপিং মল, মার্কেট না খোলার ব্যাপারে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস প্রদান করেন একই বৈঠকে। বিভিন্ন মার্কেট সমিতির নেতারা এসময় বলেন, ঈদ বাজারে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা অসম্ভব। নিজেদের ও কর্মীদের জীবন, সামাজিক দায়বদ্ধতা থেকে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্তে সবাই একমত পোষণ করেছি। সম্মিলিত বৈঠকে ঈদের আগে যে ৯টি শপিং সেন্টার ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সেগুলো হচ্ছে- চট্টগ্রাম নগরীর লালখান বাজারে অবস্থিত আমিন সেন্টার, জিইসি সানমার ওশান সিটি, পাঁচলাইশ এলাকার মিমি সুপার মার্কেট, নাসিরাবাদের ফিনলে স্কয়ার, প্রবর্তক সংলগ্ন এলাকার আফমি প্লাজা, ষোলশহর ২ নং গেইট এলাকার চিটাগাং শপিং কমপ্লেক্স, কল্লোল সুপার মার্কেট, জিইসি সেন্ট্রাল প্লাজা, খুলশী কনকর্ড টাউন সেন্টার।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ