spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে সিভাসুর ল্যাবে ৬১ নমুনায় ৪০ জনের করোনা পজিটিভ

spot_img

 

- Advertisement -

মো.মামুন :: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ৪০ জনের নমুনায় করোনাভাইরাস পজিটিভ এসেছে।শুক্রবার চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, সিভাসুর ল্যাবে বৃহস্পতিবার ৬১টি নমুনা পরীক্ষা করা হয়। শুক্রবার দুপুরে প্রকাশিত ফলাফলে উল্লেখ করা হয়েছে, ৬১ নমুনার মধ্যে ৪০টি পজিটিভ। এর মধ্যে ৩৮ জন চট্টগ্রামের। বাকি দুইজনের কক্সবাজারের একজন এসি-ল্যান্ড ও খাগড়াছড়ির একজন রয়েছেন।

নতুন শনাক্তদের মধ্যে সাতকানিয়ার ৭ জন, সীতাকুণ্ডের ৫ জন, হাটহাজারীর ১ জন ও বোয়ালখালীর ১ রয়েছেন। এছাড়া চট্টগ্রাম মহানগর এলাকার মধ্যে সাগরিকা অলংকার এলাকার ১ জন, বহদ্দারহাটের ১ জন, হালিশহরের ৩ জন, কসমোপলিটন আবাসিকের ১ জন, আগ্রাবাদের ১ জন, মেহেদীবাগের ১ জন, বাকলিয়ার ৪ জন, নাসিরাবাদের ১ জন, মোগলটুলীর ১ জন, ইপিজেডের ২ জন, সরাইপাড়ার ১ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন (কক্সবাজারে এসি-ল্যান্ড) ১ জন, ফিরিঙ্গীবাজারের ১ জন, দামপাড়ার ১ জন, আইস ফ্যাক্টরী সড়কের ১ জন, মির্জাপুলের ১ জন, সদরঘাটের ১ জন, আম বাগান রেলওয়ে কলোনীর ১ জন, সাগরিকা কাজিরদীঘির ১ জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১ জন (খাগড়াছড়ি জেলার মানিকছড়ির বাসিন্দা) রয়েছেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ