spot_imgspot_img
spot_imgspot_img

সিলেট কারাগারে করোনায় দেশের প্রথম কারাবন্দির মৃত্যু

spot_img

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক :: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে সিলেট কেন্দ্রীয় কারাগারের হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। ওই বন্দির বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। তিনি কানাইঘাট থানার একটি খুনের মামলায় গত দুই মাস ধরে কারাগারে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান। তিনি জানান, রোববার করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান। করোনার উপসর্গ থাকায় এদিন তার শরীরের নমুনা সংগ্রহ করে ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়।

সোমবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। জানা গেছে, কানাইঘাট উপজেলায় একটি খুনের মামলায় গত ৫ মার্চ তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। গত ৮ মে তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার তিনি মারা যান।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ