spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ২৫৭

spot_img

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক :: চট্টগ্রামে আরো ২৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় একদিনে এটিই সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৩৪ জন হলো। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

তিনি জানান, বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও বিআইটিআইডি থেকে ৭২৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে চট্টগ্রামের ২৫৭ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

আক্রান্তদের মধ্যে নগরীর ২২৫ জন, চন্দনাইশের ছয়জন, রাঙ্গুনিয়ার ছয়জন, লোহাগাড়ার ছয়জন, পটিয়ার পাঁচজন, বোয়ালখালীর চারজন, আনোয়ারার দুইজন, সাতকানিয়ার দুইজন ও হাটহাজারীর একজন রয়েছেন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৭ জন। মারা গেছেন ৪৪ জন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ