চার্টার্ড বিমানে লন্ডন গেলেন মোরশেদ খান

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক ::  বিএনপি থেকে পদত্যাগকারী সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান চার্টার্ড বিমানে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) বিকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। তার পারিবারিক একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে তিনি তার স্ত্রীসহ লন্ডনের উদ্দেশে বিমান ধরতে বাসা থেকে বের হন। লন্ডনে তাদের ছেলে আছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান যুগান্তরকে বলেন, ‘বৃহস্পতিবার রাত সোয়া ১টায় একটি চার্টার্ড বিমান দুজন যাত্রী নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়ে যায়। মোরশেদ খানের সঙ্গে তার স্ত্রী নাসরিন খানও রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মোরশেদ খান অসুস্থ। চেকআপের জন্য তিনি যুক্তরাজ্য যাচ্ছেন’।

সর্বশেষ