spot_imgspot_img
spot_imgspot_img

কিশোরগঞ্জে আরও ৩০ জনের করোনা শনাক্ত, মোট ৩৫৩

spot_img

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক :: করোনার হটস্পট কিশোরগঞ্জে নতুন করে আরও ৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৩৫৩ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হল। ২৬ মে পাঠানো ১৪১ টি নমুনার মধ্যে এ ৩০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান রোববার রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার রাতে নতুন করে করোনা সংক্রমণ শনাক্তের তালিকায়- জেলার সদর উপজেলায় ৪ জন, হোসেনপুর উপজেলায় ৪ জন, তাড়াইল উপজেলায় ২ জন, উপজেলায় ১ জন, বাজিতপুর উপজেলায় ৬ জন ও ভৈরব উপজেলায় ১৫ জন রয়েছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, হটস্পট হিসেবে চিহ্নিত কিশোরগঞ্জ জেলার উপজেলা ভিত্তিক এই সংখ্যা দাঁড়িয়েছে- সদর উপজেলায় ৪১ জন, হোসেনপুর উপজেলায় ১৩ জন, করিমগঞ্জ উপজেলায় ২৫ জন, তাড়াইল উপজেলায় ৩৭ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ১৬ জন, কটিয়াদী উপজেলায় ১৯ জন, কুলিয়ারচর উপজেলায় ১২ জন, ভৈরব উপজেলায় ১১৭ জন, নিকলী উপজেলায় ৫ জন, বাজিতপুর উপজেলায় ২৮ জন, ইটনা উপজেলায় ১২ জন, মিঠামইন উপজেলায় ২৫ জন, ও অষ্টগ্রাম উপজেলায় ৩ জন।

আক্রান্তদের মধ্যে ১৯৮ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। বাকিরা আইসোলেশন কিংবা হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত করোনা সংক্রমণের শিকার হয়ে এ জেলায় এক শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ