প্রিয় সংবাদ ডেস্ক :: চট্টগ্রামের ঐতিহ্যবাহী জমিদার পরিবারে সদস্য তিনি। জন্মের পর থেকেই কোন অভাব দেখতে হয়নি তাকে। তবু বড় হতে হতে নিজেই কিছু করবেন এমন মনোবৃত্তি তাকে পেয়ে বসেছিলো। আর তার নিজেরই প্রচেষ্ঠাতে এখন তারুণ্যদিপ্ত বয়সেই সফল উদ্যোক্তা। তিনি অস্টিনা ইয়াছিন। দেশীয় কাপড় আর স্বতন্ত্র ডিজাইন ও কারুকাজের জন্য বিখ্যাত অস্টিনা কচার (Austina’s Couture) এর উদ্যোক্তা ও কর্ণধার তিনি। শুরু করেছিলেন ২০১৬ সালে একা একাই। এখন অস্টিনার ডিজাইন করা পোষাকের কদর ঢাকা, চট্টগ্রামসহ বিশ্বের বিভিন্ন দেশে। তার পোষাক যায়, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএতেও। অস্টিনা ইয়াছিন, তিনি চট্টগ্রাম মহানগরীর মনসুরাবাদ ঐতিহ্যবাহী জমিদার খান সাহেব আবদুল হাকিম মিয়ার নাতি। একই সাথে তিনি একই পরিবারের পুত্রবধুও। চট্টগ্রামের বহুল পরিচিত ঐতিহ্যবাহী জমিদার পরিবারের সদস্য হয়েও অস্টিনা চেয়েছিলেন নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করতে। অভাব বা অর্থের প্রয়োজনে নয়। একজন উদ্যোক্তা হয়ে নিজের মেধা ও মনশীলতাকে উপস্থাপন করে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করাই ছিলো লক্ষ্য। আর এই লক্ষ্যে এখন সফল অস্টিনা। এখন তার নিজস্ব বুটিক কারখানা। প্রতিমাসে তার কারখানার শ্রমিকদের লাখ টাকা বেতন দেন। ফেসবুক পেইজের মাধ্যমেই অনলাইনে -অফলাইনে অস্টিনার লাখ লাখ টাকার ব্যবসা চলে সারাবছরই। স্বাক্ষাতকারে অস্টিনা ইয়াছিন জানান, আমার মা ছিলেন অত্যন্ত আধুনিক মন মানষিকতার মানুষ। মা সব সময় বিভিন্ন আধুনিক ডিজাইনের ড্রেস পড়াতেন। আর পোষাকের ডিজাইন আধুনিক শৈল্পিকতার বিষয়টি কৈশোর বয়সেই মাথায় পোকার মতো ঢুকে পড়েছিলো। বলতে গেলে মায়ের নিরব অনুপ্রেরণা এবং শুরুতে অনেকটা শখের বসেই শুরু করা বুটিক বিজনেস। শুরুতে শখ হলেও এখন আমার অস্টিনা কচার (Austina’s Couture) বুটিক হাউজ অনেক মানুষের কর্মসংস্থান। একই সাথে ডিজাইনার হিসেবে আমার একটা আলাদা পরিচয় তৈরি করেছে। অস্টিনা জানান, আমি সর্বনিম্ন ৪৫০০ টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা দামের পোষাক তৈরি করে থাকি। এর মধ্যে রয়েছে ব্রাইডাল লেহেঙ্গা, পার্টি ড্রেস, শাড়ি. থ্রি-পিচসহ নারীদের বিভিন্ন ধরনের পোষাক। কারচুপি, জারদৌসি, এমব্রয়ডারীসহ নানা ধরনের ডিজাইনের উপর কাজ করে থাকি। অস্টিনা জানান, আমার কাজের মুল ভিত্তি হচ্ছে দেশীয় কাপড়, নিজস্ব মননশীলতা দিয়ে বিশ্বমানের ডিজাইন এবং কারুকাজ। চট্টগ্রামের বাইরে ঢাকাসহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশেও অস্টিনার পোশাকের চাহিদা রয়েছে। অস্টিনা কচার (Austina’s Couture) শুরু থেকে তার এগিয়ে যাওয়ার প্রতিটি ধাপে স্বামী এবং শ্বশুরের সব ধরনের সহযোগীতা এবং অনুপ্রেরণা পেয়েছেন। তারা এখনো তাকে দিয়ে যাচ্ছেন মানসিক সাপোর্ট। নিজের মনশীলতাকে কাজে লাগিয়ে নিজের কাজকে ফোকাস করেই আরো বহুদুর এগিয়ে যেতে চান অস্টিনা কচারের কর্ণধার অস্টিনা ইয়াছিন।