spot_imgspot_img
spot_imgspot_img

করোনা ভ্যাকসিন: আমিরাতে মানব দেহে ট্রায়াল শুরু

spot_img

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক :: সংযুক্ত আরব আমিরাতে করোনা ভ্যাকসিনের মানব দেহে ট্রায়াল শুরু হয়েছে। ভ্যাকসিনের মানব ট্রায়ালে স্বেচ্ছায় প্রথম ব্যক্তি হিসেবে অংশ নেন আমিরাতের আবুধাবি স্বাস্থ্য বিভাগের প্রধান আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল হামদী।

১৬ জুলাই প্রথমবারের মতো আমিরাতে করোনার ভ্যাকসিন আবুধাবী স্বাস্থ্য বিভাগের প্রধানের শরীরে ট্রায়াল করা হয়। সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত ৫৬ হাজার ৪২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন ৩৩৭ জন।

করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন ৪৮ হাজার ৪৪৮ জন। আক্রান্তের তালিকায় বিশ্বে ৩৬তম সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে এ পর্যন্ত ৪৩ লাখ ৬৪ হাজারের বেশি করোনা শনাক্তের পরীক্ষা করা হয়েছে।

যদিও করোনার প্রাদুর্ভাব কমে আসায় দেশটির রেস্তোরাঁগুলোতে ধীরে ধীরে প্রাণের সঞ্চার হচ্ছে। আবুধাবিতে এখনও কিছুটা বিধিনিষেধ থাকলেও বাকি শহরগুলোতে সম্পূর্ণভাবে বিধিনিষেধ তুলে দেয়া হয়েছে। ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন ব্যবসায়ীরা।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ