চট্টগ্রামে কিশোর আত্মহত্যার ঘটনায় সেই এসআই হেলালের বিরুদ্ধে মামলা

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক :: সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে মামলাটি করেন নিহত কিশোর মারুফের মা রুবিনা আক্তার। এতে নির্যাতন ও হেফাজতে মৃত্যুর অভিযোগ এনে এসআই হেলাল খানকে এক নম্বর আসামি করা হয়। পাশাপাশি পুলিশের সোর্স চান্দু, হেলাল ও রুবেলকে অভিযুক্ত করা হয়। তবে শুনানি শেষে আদালত শুধুমাত্র এসআই হেলালের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয়। এছাড়া মামলাটি নগর ডিবিকে তদন্তের নির্দেশ দেয়।

মামলার বাদী রুবিনা আক্তার ও আদালত সংশ্লিষ্টরা এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৬ জুলাই সন্ধ্যায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাউকে না জানিয়ে সাদা পোশাকে নগরীর আগ্রাবাদ বড় মসজিদ এলাকায় অভিযানে যান সদ্য বরখাস্ত হওয়া ডবলমুরিং থানার এসআই হেলাল। সেখানে পুলিশ সোর্সের সঙ্গে কাটাকাটির জেরে কিশোর মারুফের মা ও বোনকে থানায় নিয়ে আটকে রাখেন এসআই হেলাল।

এ ঘটনায় ওই রাতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন কিশোর মারুফ। ঘটনার পরপরই স্থানীয় জনতার বিক্ষোভের মুখে অভিযুক্ত এসআই হেলালকে তাৎক্ষণিক ক্লোজড করা হয়। ঘটনা তদন্তে গঠন করা হয় তিন সদস্যের কমিটি। পরে সেই কমিটির অনুসন্ধানে এসআই হেলালের বিরুদ্ধে আসা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়।

সর্বশেষ