মো.মামুন:: মুজিববর্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে গতকাল বুধবার সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ও বাংলোতে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। একটি ফলদ ও একটি বনজ গাছের চারা রোপণ করার মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এনডিসি। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খন্দকার জহিরুল ইসলাম, উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোহাম্মদ দেলোয়ার হোসেন, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক আবদুল আউয়াল সরকার এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।