spot_imgspot_img
spot_imgspot_img

সম্রাটের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ

spot_img

প্রিয় সংবাদ ডেস্ক :: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

- Advertisement -

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলার তদন্ত চলাকালে সম্রাটের ডিওএইচএস ও কাকরাইলের দুটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশনা চেয়ে মঙ্গলবার আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম। শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ ওই দুটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেন।

প্রসঙ্গত, গতবছরের ১২ নভেম্বর দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে সম্রাটের বিরুদ্ধে ওই মামলাটি দায়ের করেন। মামলায় সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ওই বছরের ১৭ নভেম্বর এই মামলায় সম্রাটকে ছয়দিনের রিমান্ডে পাঠান আদালত।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ