হাটহাজারী গুমানমর্দ্দন ইউনিয়নে খাঁন বাহাদুর সড়কে বৃক্ষরোপণ

এম ওসমান গনি হাটহাজারী প্রতিনিধি চট্টগ্রামঃ চট্টগ্রাম হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের খাঁন বাহাদুর আব্দুল হালিম সড়কের দুই পাশে বৃক্ষরোপন করা হয়েছে। ২৯ শে আগস্ট শনিবার সকালে এই কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আকবর হায়দার চৌধুরী, সাবেক ছাত্রনেতা কারুকাঞ্চন আশ্চর্য্য, মিতালীর সভাপতি সাকের উল্লাহ চৌধুরী, মিতালীর সহ সাধারণ সম্পাদক ও চারিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী ছাত্রনেতা মো আজম, হাসান চৌধুরী, জুলফিকার চৌধুরী মামুনসহ প্রমূখ। এসময় বক্তারা বলেন, গুমানমর্দ্দন ইউনিয়নের বনেদি পরিবারে কৃতি সন্তান গুণীজন খানঁ বাহাদুর আব্দুল হালিম মিয়া। যিনি উত্তরাধিকার সূত্রে রেখেছেন গেছেন সুযোগ্য নাতী সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি ও গর্বিত আরো নাতী-পতি পরিবারবর্গ। গুমানমর্দন ইউনিয়নের জনসাধারণের চলাচলের সুবিধার্থে অত্র এলাকার সাধারণ জনগন ও গুমানমর্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানের সহযোগিতা অবকাঠামো উন্নয়নের গ্রামীণ জনপদে একটি নতুন সড়ক নির্মান করেছেন। এই সড়কটি স্মৃতি হিসেবে ধরে রাখার লক্ষ্যে খানঁ বাহাদুর আবদুল হালিম সড়ক নামকরণের করা হয়েছে।।
এ সড়কের এমপি মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা আরো অবকাঠামো উন্নতি দিকে এগিয়ে যাচ্ছেন।।
আজ বিভিন্ন সংগঠন এবং ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যােগে “খানঁ বাহাদুর আবদুল হালিম সড়ক” বৃক্ষরোপন কর্মসূচী আওতায় দুইপাশে ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।

সর্বশেষ