১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তার কেড়ে নিল হাটহাজারীর মিজানের প্রাণ

 

- Advertisement -

এম ওসমান গনি হাটহাজারী প্রতিনিধি চট্টগ্রামঃ লোহাগাড়া কলাউজানে বিদ্যুৎতের ১১ হাজার ভোল্টেজের তারে মিজানুর রহমান (২২) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ২৯শে আগস্ট শনিবার দুপুর ১ টায় কলাউজান ইউনিয়নের বাংলা বাজার এলাকায় খাদিজাতুল কোবরা (রা.) মহিলা মাদ্রাসা ভবনের ছাদে এই ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া তালুকদার পাড়া ফজলুল হকের পুত্র। মূলত সে পাইপ ফিটিংসের কাজ করতো। স্থানীয়রা জানান, মাদ্রাসার ভবনের ছাদে উঠে ফোনের কথা বলার সময় মিজানের এই দূর্ঘটনা ঘটে। সে অসাবধানতাবশত ভবনের উপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টেজ তারের সাথে স্পৃষ্ট হন এবং সাথে সাথে প্রাণ হারান। স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসার ভবনের উপর দিয়ে যাওয়া লাইনটি অপসারনের জন্য বার বার চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসকে করা হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহন করেন নিই। এ বিষয়ে লোহাগাড়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম সরোয়ার জাহান বলেন, লাইনটি অপসারন বা কাভারিং করার ব্যাপারে এই পর্যন্ত কেউ লিখিত কোনো অভিযোগ করেনি। তবে এমন মর্মান্তিক দূর্ঘটনা যাতে না ঘটে সে জন্যে ভবনের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের অংশটি কাভারিং করার উদ্যোগ নেয়া হবে। এ ব্যাপারে লোহাগাড়া থানা পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করেছি। নিহতের পরিচয় সনাক্ত করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য গত ২৯শে আগস্ট রাতে নিহতের লাশ নিজ গ্রামে আনা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে পরিবার ও এলাকাবাসী অশ্রুশিক্ত নয়েনে নিহত মিজানুর রহমানের লাশ দাফন করা হয়।

সর্বশেষ