আরও দুদিন বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রিয় সংবাদ ডেস্ক :: আগামী দুদিন সারা দেশে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অধিদফতরের গতকাল সোমবার রাতের পূর্বাভাসে বলা হয়, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি সৃষ্টি হয়েছে উত্তর–পূর্ব বঙ্গোপসাগরে।

- Advertisement -

লঘুচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। একই কারণে প্রচুর মেঘমালা সৃষ্টি হয়েছে, যা উপকূলীয় এলাকার ওপর দিয়ে বয়ে যেতে পারে। এ কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সর্বশেষ