এজলাস থেকে নেমে পুলিশ সদস্যদের সতর্ক করলেন বিচারপতি

প্রিয় সংবাদ ডেস্ক :: দায়িত্ব পালনে অবহেলা করায় এজলাস থেকে নেমে পুলিশ সদস্যদের সতর্ক করেছেন হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ।

- Advertisement -

প্রত্যক্ষদর্শী একাধিক আইনজীবী জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে বিচারকাজ শুরু হয়। এই বেঞ্চে আগাম জামিন নিতে আসা ব্যক্তিরা স্বাস্থ্যবিধি না মেনে কোর্ট রুমের বাইরে ভিড় জমান ও চেঁচামেচি করতে থাকেন। এতে বিচারকাজ বিঘ্নিত হয়। এ সময় ওই জায়গায় পুলিশ সদস্যরা সঠিকভাবে দায়িত্ব পালন না করে বসে ছিলেন।

আইনজীবীরা জানান, বিষয়টি লক্ষ করে এজলাস থেকে নেমে বিচারপতি শেখ হাসান আরিফ পুলিশ সদস্যদের সতর্ক করেন। বিচারপ্রার্থীরা স্বাস্থ্যবিধি না মানায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এর কিছুক্ষণের মধ্যেই এনেক্স কোর্ট ভবনের বারান্দা ফাঁকা হয়ে যায় এবং পুলিশসহ সবাই স্বাস্থ্যবিধি অনুসরণে তৎপর হয়ে উঠে।

সর্বশেষ