spot_imgspot_img
spot_imgspot_img

ধর্ষণবিরোধী পোস্ট দেয়ায় ছাত্রলীগের হামলায় ছাত্রদল কর্মী আহত

spot_img

 

- Advertisement -

প্রিয়সংবাদ ডেস্ক :: ধর্ষণ বিরোধী পোস্ট দেয়ায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছাত্রদল কর্মী মো. হাবিবুর রহমান হাবিবের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা। গত বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলার ২নং বাগানবাড়ী ইউনিয়নের খাগুরিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ১৫০ জনের বাহিনী তার এ হামলা চালায়। হামলায় হাবিবের কাঁধ ও বুকের হাড় ভেঙে যায়। এছাড়া হামলায় তার ছোট ভাই, ভাতিজাও গুরুতর জখম হয়। পরে তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। জানা গেছে, হামলাকারীদের কয়েকজন পূর্ব শত্রুতার জের ধরে ফেসবুকে ধর্ষণবিরোধী পোস্ট দেয়াকে উপলক্ষ করে এ নাশকতা ঘটায়। হামলাকারীরা হাবিবের বাড়ি থেকে ৩টি মোবাইল, স্বর্ণালংকার এবং নগদ অর্থও ছিনতাই করে নিয়ে যায়। উল্লেখ্য, হাবিবুর রহমান হাবিব মতলব উত্তর উপজেলা ছাত্রদলের একজন সক্রিয় কর্মী। হাবিবের ওপর এই নগ্ন হামলায় সুশীল সমাজ এবং এলাকার সকল শ্রেণীর লোকজন তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। হামলার ঘটনার বিভিন্ন স্থিরচিত্র ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ