চট্টগ্রামে ‘সুইপার ট্রাক’র যাত্রা শুরু: একাই করবে ২০ জন পরিচ্ছন্নকর্মীর কাজ

মো.মুক্তার হোসেন বাবু :: চট্টগ্রাম মহানগরীকে নগরীকে পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন কাজ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রায় তিন হাজার পরিচ্ছন্ন কর্মী। কিন্তু পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে সন্তুষ্ট নন নগরবাসী। সময়ের সাথে সবকিছু এগিয়ে গেলেও পুরনো পদ্ধতিতেই বর্জ্য সংগ্রহ করে সিটি কর্পোরেশন। তবে এবার স্থানীয় সরকার মন্ত্রণালয় সিটি কর্পোরেশনকে তিনটি আধুনিক ভ্যাকুয়াম টাইপ রোড সুইপার ট্রাক দিয়েছে। ২০ জন পরিচ্ছন্নকর্মী একসাথে পরিষ্কার করলে যেটুকু পরিষ্কার করতে পারবে, তার চেয়ে বেশি পরিচ্ছন্ন কাজ করার সক্ষমতা রাখে এই ট্রাকটি। তবে কাজের সফলতা নির্ভর করবে ব্যবহারের উপর-এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। গতকাল বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম এটির উদ্বোধন করেছেন। আজ বৃহস্পতিবার থেকে কার্যাক্রম শুরু হবে।
চসিক সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে ঢাকা উত্তর, দক্ষিণ, গাজীপুর ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে আধুনিক ভ্যাকুয়াম টাইপ রোড সুইপার ট্রাক হস্তান্তর করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সর্বমোট ২০টি রোড সুইপিং ট্রাক বিতরণ করা হয়। ইতালি থেকে আনা একেকটি মেশিন দিনে অন্তত ১২ কিলোমিটার রাস্তা পরিষ্কার করতে পারবে। এছাড়াও ২০ জন কর্মীর কাজ এই একটি ট্রাক দিয়েই করা সম্ভব। যন্ত্রটি মুহূর্তের মধ্যেই রাস্তার ধুলোবালি-বর্জ্য পাইপ দিয়ে চুষে নেবে। এর সঙ্গে আলাদা পানির ট্যাংকও যুক্ত আছে। প্রয়োজনে পানি ছিটিয়ে রাস্তা পরিস্কার করা যাবে। ঢাকার দুই সিটি কর্পোরেশনকে দুটি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে তিনটি, নারায়ণগঞ্জে ও গাজীপুরে দুইটি করে এবং বাকি সিটি কর্পোরেশনগুলোকে একটি করে রোড সুইপার ট্রাক দেয়া হয়েছে।

সর্বশেষ