spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে জুয়ার আসরে অভিযানে গ্রেফতার – ২০

spot_img

সিরাজুল আলম টিপু :: চট্টগ্রাম মহানগরীর বন্দর, ইপিজেড, হালিশহর ও ডবলমুরিং এলাকায় বিভিন্ন জুয়ার স্পটের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। এসব স্পট থেকে ২০ জন জুয়াড়িকে ৩০ হাজার ১৬০ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১ টার দিকে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জুয়ার স্পট থেকে ২০ জুয়াডিকে গ্রেফতার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর জোন) আবু বকর সিদ্দিক বলেন, বুধবার রাতে বন্দর, ইপিজেড, হালিশহর ও ডবলমুরিং থানার বিভিন্ন এলাকায় জুয়া বিরোধী অভিযান পরিচালনা করেরসধমববেশ কয়েকটি জুয়ার স্পটের সন্ধান পাই। এসব জুয়ার স্পট থেকে ২০ জুয়াডিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে চারটি মামলা করা হয়। এসব জুয়ার স্পটের নেপত্যে কারা বা জুয়াডীদের পেছনে কাদের ভুমিকা রয়েছে তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার পরিকল্পনা চলছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ