spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে বিদেশি মুদ্রাসহ দুবাইগামী যাত্রী আটক

spot_img

 

- Advertisement -

মো.মামুন :: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪২ লাখ টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রাসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে।গত মঙ্গলবার সন্ধ্যায় ইমিগ্রেশনের পর ফাইনাল চেকিংয়ের সময় রাকিবুল ইসলাম নামে ওই যাত্রীকে আটক করা হয়।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. মুসা খান জানান, রাকিবুলের কাছে ৩৩ হাজার ৯০০ ইউএস ডলার ও ৪২ হাজার ইউএই দেরহাম পাওয়া গেছে। যা বাংলাদেশি মুদ্রায় ৪২ লাখ টাকা।
দায়িত্বরত কাস্টমস সহকারী কমিশনার মুনওয়ার মুরসালিন জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই যাত্রীর চূড়ান্ত চেকিংয়ে বেøজারের পকেটে এক বান্ডিল ও প্যান্টের পকেটে আরও দুই বান্ডিল বিদেশি মুদ্রা পাওয়া যায়। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এর আগে গত ২৪ অক্টোবর দুবাইগামী দুই যাত্রীকে ৪১ লাখ ২ হাজার ৪৮৪ টাকা সমপরিমাণ বিদেশি মুদ্রাসহ আটক করেছিল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। এসব মদ্রার বিপরীতে পাসপোর্টে এনডোসমেন্ট ছিল না। এর মধ্যে ফেনীর ছাগলনাইয়ার এমরান হোসাইন নামে এক যাত্রীর কাছে ১২ লাখ ৫৮ হাজার ৫২৩ টাকার সমপরিমাণ ওমান, সৌদি, কুয়েত ও আরব আমিরাতের মদ্রা পাওয়া যায়।
আরেকযাত্রী চট্টগ্রামের আনোয়ারার নূর কামালের কাছে ২৮ লাখ ৪৩ হাজার ৯৬১ টাকার সমপরিমাণ ওমান ও আরব আমিরাতের মুদ্রা পাওয়া যায়। একজন যাত্রী বৈধভাবে পাসপোর্টে এনডোসমেন্ট করে ১০ লাখ টাকা বিদেশ নিতে পারেন।
মুনওয়ার মুরসালিন জানান, স¤প্রতি বিদেশগামী যাত্রীদের মধ্যে ইয়াবা, ডলার ইত্যাদি পাওয়া যাওয়ায় তল­াশি কার্যক্রম জোরদার করেছে কাস্টম কর্তৃপক্ষ।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ