প্রিয়সংবাদ ডেস্ক :: অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও উন্নতি হল। সাড়া দিচ্ছেন তিনি। আওয়াজ শুনে প্রতিক্রিয়াও দিচ্ছেন। এমনকি বৃহস্পতিবার চোখও খুলেছেন। অভিনেতার এই অবস্থার পরিবর্তন যথেষ্ট ইতিবাচক বলেই মনে করছেন চিকিৎসকরা। বেলভিউ নার্সিংহোমের তরফে চিকিৎসক অরিন্দম কর বলেন, পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটেছে। আগের চেয়ে সচেতনতা বেড়েছে সৌমিত্রের। ১০ থেকে ১১-র মধ্যে রয়েছে সচেতনতা (গ্লাাসগো কোমা স্কেলের সূচকে)।
স্বতঃস্ফূর্ত ভাবে চোখ খুলছেন। ১ লিটারের মতো মূত্রত্যাগ করেছেন। এক দিন অন্তর ডায়ালিসিস চলছে। সৌমিত্রের রক্তে ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে এই মুহূর্তে। ওই চিকিৎসক বলেন, আশাকরি খুব শিগগির ওর কিডনির কার্যক্ষমতা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সে ক্ষেত্রে আর ডায়ালিসিস করার প্রয়োজন পড়বে না। সংক্রমণও আগের চেয়ে অনেকটা সেরে গিয়েছে। শরীরে জ্বর নেই। অ্যানিমিয়া স্থিতিশীল। আগামী কয়েক দিনের মধ্যেই অ্যান্টিবায়োটিক দেওয়া বন্ধ করে দেব। এক সপ্তাহ আগে পর্যন্ত সৌমিত্রের যে অবস্থা ছিল, তার চেয়ে বেশি সৌমিত্রের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানানো হয়েছে।