আরব সাগরে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

 

- Advertisement -

প্রিয়সংবাদ ডেস্ক :: আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মিগ-২৯কে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজনকে উদ্ধার করা গেলেও অপরজনের খোঁজ চলছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

শুক্রবার দেশটির নৌবাহিনীর পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। বাহিনীটির পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানানো হয়।

ভারতীয় নৌবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের এটি চতুর্থ ঘটনা। এর আগে ফ্রেব্রুয়ারিতে গোয়া সৈকতে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মিগ-২৯কে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে এবারের দুর্ঘটনায় একজনকে উদ্ধার করা সম্ভব হলেও অপর পাইলটের খোঁজ মিলছে না।

দ্য উইকের খবরে বলা হয়েছে, মিগ২৯কে যুদ্ধবিমান দুই সিট ছিল। ভারতীয় নৌবাহিনী রাশিয়ার তৈরি মিগ-২৯কে এর প্রথম ক্রেতা।

সর্বশেষ