চট্টগ্রামে যৌতুকের বলি বাঁশখালীর গৃহবধূ সুমাইয়া

 

- Advertisement -

মো.ফরহাদুল ইসলাম,বাঁশখালী প্রতিনিধি :: চট্টগ্রামে যৌতুকের বলি হয়ে ২০ বছর বয়সী এক গৃহবধূ হত্যাকান্ডের শিকার হয়েছে। এ বিষয়ে ওই গৃববধূ সুমাইয়া আক্তারের মা জোসনা আক্তার বাঁশখালী থানায় গত বৃহস্পতিবার রাতে একটি এজাহার দায়ের করেছেন। অভিযোগে বাঁশখালী ১ নং পুকুরিয়া ইউনিয়নের সুমাইয়ার শশুর ও মৃত আবদুর রশিদের পুত্র মো. রাইহান উদ্দিন, শাশুড়ি দিলোয়ারা বেগম, স্বামী মোহাম্মদ জায়েদ ও তার ভাই মো. আরাফাতকে অভিযুক্ত করেছেন।
থানার অফিসার ইনচার্জ এজাহারটি আমলে নিয়ে এক কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।
অভিযোগে জানা গেছে, ১৩ বছর পূর্বে সুমাইয়াকে মোহাম্মদ জায়েদের সাথে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্বামী ও শশুর বাড়ির লোকজন নানাভোবে সুমাইয়াকে নির্যাতন করতো। নির্যাতন থেকে বাঁচতে সুমাইয়ার মা ৫০ হাজার টাকা যৌতুক দিলেও নির্যাতন বন্ধ হয়নি। গত ১৫ নভেম্বর সুমাইয়ার মা খবর পান তার মেয়ে আত্মহত্যা করেছে। পরে তিনি গিয়ে অভিযুক্তদের নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেছেন বলে জানতে পারেন।

সর্বশেষ