‘লকডাউনের পর গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার’

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক :: লকডাউনের পর জনস্বার্থ ও ঈদের কথা বিবেচনায় রেখে সরকার গণপরিবহন চালুর ব্যাপারে চিন্তা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার তার সরকারি বাসভবনে ভার্চ্যুয়াল সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় আন্দোলন, বিক্ষোভে না গিয়ে পরিবহন মালিক-শ্রমিকদের ধৈর্য ধরারও আহ্বান জানান সেতুমন্ত্রী।

এদিকে লকডাউন থেকে বেরিয়ে আসতে এক্সিট প্ল্যানের ১০টি পরামর্শ দিয়েছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এতে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চালু, সীমিত পরিসরে অফিস-আদালত খোলার পরামর্শ দেয়া হয়েছে। উল্লেখ্য, করোনার সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনের সময়সীমা আগামী ৫ই মে শেষ হচ্ছে।

সর্বশেষ