প্রিয় সংবাদ ডেস্ক :: বিস্ময়করভাবে বদলে গেল নন্দীগ্রামের ফল। মমতা বন্দোপাধ্যায় ১২০০ ভোটে নন্দীগ্রামে জিতেছেন প্রচারিত হওয়ার এক ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে জানায়, নন্দীগ্রামে মমতা বন্দোপাধ্যায় বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে ১৬২২ ভোটে হেরেছেন।
মমতার সাংবাদিক সম্মেলনের মাঝখানে খবরটি তার কাছেও পৌঁছায়। মমতা বলেন, একবার একজনকে বিজয়ী বলে তাকে হারানো যায় নাকি? তিনি ডাল মে কুচ কালা হ্যায় বলেও বলেন, নন্দীগ্রামের মানুষ যদি এই ম্যানডেট দেয় মেনে নেবো। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠবো। প্রয়োজনে কোর্ট, সুপ্রিম কোর্টে যাব। মমতা বলেন, বাংলার মানুষের রায়ে বিজেপি প্রত্যাখ্যাত হয়েছে। ওদের কোনো কথায় কান দেয়ার প্রয়োজন নেই।
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেছেন, হারের পর মমতা বন্দোপাধ্যায়ের অধিকার নেই মুখ্যমন্ত্রীর কুর্শিতে বসার।।