spot_imgspot_img
spot_imgspot_img

সাংবাদিক রোজিনা আদালতে, রিমান্ড শুনানি শুরু

spot_img

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক :: অফিসিয়াল সিক্রেটস আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক রোজিনা ইসলামকে ঢাকার সিএমএম আদালতে তোলা হয়েছে। আজ বেলা ১১টার পর তাকে আদালতে তোলা হয়। এদিকে রোজিনা ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে শাহবাগ থানা পুলিশ। আদালতে রিমান্ড আবেদনের শুনানি শুরু হয়েছে।এর আগে সকাল আটটার দিকে রোজিনা ইসলামকে শাহবাগ থানা থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়।

পেশাগত দায়িত্ব পালনের জন্য গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাঁকে শাহবাগ থানায় নিয়ে যায়। রাত পৌনে ১২টার দিকে পুলিশ জানায়, রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ