সচিবালয়ে সাংবাদিক লাঞ্ছনার নিন্দা জানিয়েছেন ড. কামাল

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক :: সচিবালয়ে সাংবাদিক লাঞ্ছনার নিন্দা জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সংবাদ কর্মীকে পাঁচ ঘন্টা আটকে রেখে শারিরিকভাবে নির্যাতন ও লাঞ্ছিত করে সাজানো মিথ্যা মামলা দিয়ে পুলিশে সোপর্দ করার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। আমরা রোজিনার বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার ও তার অবিলম্বে মুক্তি দাবী করছি।

সর্বশেষ