- Advertisement -
প্রিয়সংবাদ ডেস্ক :: উখিয়ায় কাভার্ডভ্যান-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উখিয়ার মরিচ্যা লাল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় মেলেনি। বিষয়টি নিশ্চিত করেছেন রামু হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল রউফ।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে অটোরিকশা যাত্রী নিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি মরিচ্যা লাল ব্রিজ এলাকার সড়কের বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার দুইজন নিহন হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।।