প্রিয়সংবাদ ডেস্ক :: চট্টগ্রাম নগরীর কুক আউট রেস্টুরেন্টে শনিবার (২৩ এপ্রিল) বিকাল ৪ টায় চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক আলিউর রহমান রুসাই’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কাজী আবুল মুনছুর, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, বিএফইউজে নেতা রিয়াজ হায়দার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সিপ্লাসটিভির সম্পাদক আলমগীর অপু, ইত্তেফাকের ব্যুরোচীফ সালাহ উদ্দিন রেজা, গোলাম মাওলা মুরাদসহ সিআরএফের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শতভাগ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে। সংগঠনের সাংগঠনিক নিয়ম মেনে চলতে হবে। যারা সংগঠনে নতুন এসেছেন
তাদের সাংগঠনিক নিয়ম জেনে নিতে হবে। পেশাদারিত্ব বজায় রেখে কোন সদস্য ন্যায়ভাবে কাজ করতে কোন বাধা এলে সেখানে সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পাশাপাশি ব্যবস্থা গ্রহণ করা হবে। সংগঠনের প্রতি দরদ থাকতে হবে। আগ্রহীদের সংগঠনের হাল ধরতে এগিয়ে আসতে হবে। গণমাধ্যম কর্মীদের তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।