প্রিয়সংবাদ ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে অবস্থিত মডেল মসজিদ কমপ্লেক্সের সামনে তরুণ-তরুণীরা দল বেঁধে টিকটক করতে গিয়ে দুই পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেলে উঠে সমালোচনার ঝড়।
শুক্রবার বিকেলে সরকারি মডেল মসজিদ কমপ্লেক্সে অশ্লীল অঙ্গভঙ্গি করে টিকটক করার দায়ে ৩৫ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে ভবিষ্যতে এমন ধরনের অপকর্ম করবেন না মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পান তারা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন জানান, মসজিদের মুসল্লিদের অভিযোগ ছিল, মডেল মসজিদ এলাকায় কিছু বখাটে টিকটিক করার নামে অশ্লীল আচরণ করছেন, এর প্রেক্ষিতে মডেল মসজিদ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান পরিচালনা করার সময় ৩৫ জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা নিজেদের অপরাধ স্বীকার করে এবং আর কখনো এ ধরনের আচরণ করবে না মর্মে অঙ্গীকার প্রদান করায়, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ মডেল মসজিদের পেশ ইমাম এবং মুসল্লিদের সামনে স্থানীয় মুরব্বিদের জিম্মায় আটককৃতদের ছেড়ে দেয়া হয়।