প্রিয়সংবাদ ডেস্ক :: বিরোধপূর্ণ শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা রনিল বিক্রমাসিংহে।
তিনি দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের কাছে শপথ নেন বলে স্থানীয় মিডিয়া খবর দিয়েছে। দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের মধ্যে গত ৯ মে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মাহিন্দা রাজাপাকসে।
এরপর এ পদে বিরোধী নেতা সাজিত প্রেমাদাসার নাম এলেও তিনি ক্ষমতা গ্রহণের জন্য কিছু শর্ত জুড়ে দেন। এ প্রেক্ষিতে বৃহস্পতিবার শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে।
রনির বিক্রমাসিংহে ১৯৯৪ সাল থেকে ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি এর আগে তিনবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৯৩-৯৪, ২০০১-০৪, ২০১৮-১৯ সেশনে তিনি দেশটির সরকার প্রধান ছিলেন। ১৯৯৪ সাল থেকে ২০০১ এবং ২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বিরোধী নেতা ছিলেন।
এদিকে, রনিল বিক্রমাসিংহকে স্বাগত জানিয়েছেন পদত্যাগী প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টে বড় ভাই মাহিন্দা রাজাপাকসে।
১৯৪৮ সালে স্বাধীনতা লাভ করার পর বর্তমানে সবচেয়ে বড় অর্থনৈতিক দুর্যোগে আছে দ্বীপরাষ্ট্রটি।
সূত্র : হিন্দুস্থান টাইমস, রিপাবলিক ওয়ার্ল্ড