শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে

প্রিয়সংবাদ ডেস্ক :: বিরোধপূর্ণ শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা রনিল বিক্রমাসিংহে।

- Advertisement -

তিনি দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের কাছে শপথ নেন বলে স্থানীয় মিডিয়া খবর দিয়েছে। দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের মধ্যে গত ৯ মে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মাহিন্দা রাজাপাকসে।

এরপর এ পদে বিরোধী নেতা সাজিত প্রেমাদাসার নাম এলেও তিনি ক্ষমতা গ্রহণের জন্য কিছু শর্ত জুড়ে দেন। এ প্রেক্ষিতে বৃহস্পতিবার শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে।

রনির বিক্রমাসিংহে ১৯৯৪ সাল থেকে ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি এর আগে তিনবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৯৩-৯৪, ২০০১-০৪, ২০১৮-১৯ সেশনে তিনি দেশটির সরকার প্রধান ছিলেন। ১৯৯৪ সাল থেকে ২০০১ এবং ২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বিরোধী নেতা ছিলেন।

এদিকে, রনিল বিক্রমাসিংহকে স্বাগত জানিয়েছেন পদত্যাগী প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টে বড় ভাই মাহিন্দা রাজাপাকসে।

১৯৪৮ সালে স্বাধীনতা লাভ করার পর বর্তমানে সবচেয়ে বড় অর্থনৈতিক দুর্যোগে আছে দ্বীপরাষ্ট্রটি।

সূত্র : হিন্দুস্থান টাইমস, রিপাবলিক ওয়ার্ল্ড

সর্বশেষ