মেসির জোড়া গোলে জয়ে ফিরলো পিএসজি

প্রিয়সংবাদ ডেস্ক :: রেকর্ড ১০ম ফরাসি লিগ ওয়ান শিরোপা উঠেছে পিএসজির শোকেজে। তবে চ্যাম্পিয়নরা ভেদ করতে পারছিল না ড্রয়ের বৃত্ত। টানা তিন ড্রয়ের পর এবার লা প্যারিসিয়ানদের পথ দেখালেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের জোড়া গোলে বড় জয় পায় পিএসজি। শনিবার রাতে মঁপেলিয়ে মাঠে ৪-০ গোলে ম্যাচ জিতে নেয় মাউরিসিও পচেত্তিনোর দল।

- Advertisement -

৩০ মিনিটের মধ্যে তিন গোলের লিড পায় পিএসজি। মেসির জোড়া গোলের পর জালের দেখা পান আনহেল ডি মারিয়া। দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম তোলেন কিলিয়ান এমবাপ্পে।
৩৭ ম্যাচে ৮৩ পয়েন্ট লিগ চ্যাম্পিয়ন পিএসজির। শিরোপা নিশ্চিত হওয়ার পর পরিসংখ্যানে আগ্রহ না জাগারই কথা। পচেত্তিনোও দেখেননি পয়েন্ট টেবিল। ম্যাচশেষে তিনি বলেন, ‘এখনো স্ট্যাট দেখিনি আমি
বিজ্ঞাপন
তবে ৩ পয়েন্ট নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। অবশ্যই, উন্নতির অনেক কিছু রয়েছে।’

পঞ্চম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেন মেসি। তবে আর্জেন্টিনা অধিনায়কের শট প্রতিহত করে জাল অক্ষত রাখেন মঁপেলিয়ে গোলরক্ষক। পরের মিনিটে অবশ্য মেসিকে আটকাতে পারেননি তিনি। এমবাপ্পেকে ডি-বক্সে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন মেসি। ফিরতি পাসে বল পেয়ে বাঁ পায়ের শটে পাঠান জালে।
২০তম মিনিটে ব্যবধান বাড়ান মেসি। বাঁ দিক থেকে এমবাপ্পের বাড়ানো বল ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে পাঠান তিনি। লিগ ওয়ানে ২৫ ম্যাচে মেসির গোল হলো ৬টি। প্রথমবার এক ম্যাচে করলেন দুটি।

২৬তম মিনিটে স্কোরশিটে নাম তোলে ডি মারিয়া। ডি-বক্সে এমবাপ্পের ক্রস হেডে ক্লিয়ার করতে ব্যর্থ হন মঁপেলিয়ের এক ডিফেন্ডার। ভলিতে বল জালে পাঠান আর্জেন্টাইন মিডফিল্ডার।
৬০তম মিনিটে সফল স্পটকিকে স্কোরলাইন ৪-০ করেন এমবাপ্পে। ডি-বক্সে তিনি নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

সর্বশেষ