ফের শেয়ারবাজারে সক্রিয় সরকারবিরোধী চক্র

মাত্র সাত কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৩০ হাজার কোটি টাকার ওপর নাই হয়ে গেছে। আর প্রধান মূল্যসূচক কমেছে প্রায় সাড়ে চারশ পয়েন্ট। শেয়ারবাজারে এমন দরপতন হওয়ার পেছনে সরকারবিরোধী চক্রের ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে।

- Advertisement -

এ চক্রটি সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে গুজব ছড়িয়ে শেয়ারবাজারে টানা দরপতন ঘটানোর চেষ্টা করছে। এরই মধ্যে ডলারের মূল্যবৃদ্ধি ও সংকটকে হাতিয়ার বানিয়ে বাজারে বিভিন্ন গুজব ছড়িয়েছে চক্রটি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের যে কথা বলা হচ্ছে, তা পুরোনো ইস্যু। এ কারণে আমাদের শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ার কোনো কারণ নেই। তাছাড়া বিশ্বের অন্যান্য দেশের শেয়ারবাজার ঘুরে দাঁড়িয়েছে।

অভিযোগ উঠেছে, এ চক্রটিকে পেছন থেকে সহায়তা করছেন ডিএসইর কিছু কর্মকর্তা। তাদের পরিকল্পনার অংশ হিসেবেই পতনের বাজারে কয়েকটি বিষয় তদন্তে নামে ডিএসই, যা শেয়ারবাজারের দরপতনকে ত্বরান্বিত করে। ফলস্বরূপ সম্প্রতি বড় পতন দেখতে হয়েছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের।

সর্বশেষ সাত কার্যদিবসের টানা দরপতনে ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে ৪৪০ পয়েন্ট। ডিএসইর বাজার মূলধন কমেছে ৩০ হাজার ৯১৬ কোটি টাকা। শেয়ারবাজারে এমন দরপতন হওয়ায় দিশেহারা সাধারণ বিনিয়োগকারীরা। প্রতিদিন তারা পুঁজি হারানোর শঙ্কায় ভুগছেন।

এদিকে বাজারকে পতন থেকে বের করতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নানা চেষ্টা চালালেও তা সফলতার মুখ দেখছে না। ফলে বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থার সংকট বেড়েই চলছে।

এ বিষয়ে বিনিয়োগকারী মশিউর রহমান বলেন, বাজার ভালো করতে আইসিবির বিনিয়োগ বাড়ানোসহ বিএসইসি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। কিন্তু তাতে তো কোনো সুফল পাওয়া যাচ্ছে না। কোনো কিছুতেই কোনো কূল করতে পারছি না। এর আগে বাজার খারাপ হয়েছে, কিন্তু এমন পরিস্থিতিতে আমি কখনো পড়িনি। এখন যেখানেই বিনিয়োগ করছি, সেখানেই লোকসান। এমন পরিস্থিতি চলতে থাকলে আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে যাবে।

সর্বশেষ