মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হিসেবে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে রোববার সকাল ৯টা ২৫ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ সময় তার হাতে কোনো হাতকড়া দেখা যায়নি।
আজ ট্রাইব্যুনালে মামলাটির প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মামলার প্রধান আসামি শেখ হাসিনা অনুপস্থিত থাকলেও বিচার কার্যক্রম আন্তর্জাতিক আইনের বিধান অনুযায়ী একতরফাভাবে চলবে।
২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের অভিযোগে গঠিত পুনর্গঠিত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত পাঁচ শতাধিক অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে চারটি মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আরও ছয়টি মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যার মধ্যে রয়েছে শেখ হাসিনাসহ শীর্ষ ১৭ নেতার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ।
প্রসিকিউশন সূত্র জানিয়েছে, শেখ হাসিনার সর্বশেষ জানা ঠিকানায় গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়েছে। তবে তার অনুপস্থিতিতেও আন্তর্জাতিক আইনের অনুচারেই বিচার কার্যক্রম পরিচালিত হবে।
এই মামলায় সাক্ষ্য দেবেন—‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান, গবেষক বদরুদ্দিন উমর, অবসরপ্রাপ্ত লে. কর্নেল হাসিনুর রহমান, নাহিদ ইসলাম, উমামা ফাতেমা, এবং ‘জুলাই আন্দোলন’-এ নিহত ও আহতদের পরিবার।