spot_imgspot_img
spot_imgspot_img

পেট্রোল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

spot_img

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমাণে কম দেওয়ার অপরাধে এস রাফা ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

- Advertisement -

বুধবার (০৩ আগস্ট) দুপুরে উপজেলার শ্রীরামদী আলুর স্টোর বাজারে অবস্থিত এস রাফা ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

এসময় উপস্থিত ছিলেন-জেলা স্যানিটারি ইন্সপেক্টরসহ জেলা পুলিশের একটি তদারকি টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, বুধবার দুপুরে এস রাফা ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এসময় দেখা যায়, এ ফিলিং স্টেশনে প্রতি পাঁচ লিটার পেট্রোলে ১৩০ এমএল, অকটেনে ১২০ এমএল এবং ডিজেলে ১৫০ এমএল কম পাওয়া যায়। পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমাপে কম দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এস রাফা ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে বলেও জানান তিনি।

বাংলানিউজ

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ