লিও ক্লাব অব চিটাগং ব্লু স্কাইয়ের বৃক্ষরোপন,চিত্রাংকনসহ নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদকঃ লিও ক্লাব অব চিটাগং ব্লু স্কাইয়ের উদ্যোগে গত ১১ আগস্ট, ২০২২, রোজ বৃহস্পতিবার নগরীর মুরাদপুর এলাকায় অবস্থিত “চট্টগ্রাম নর্দান পাবলিক স্কুল” এ’ চক্ষু পরীক্ষা, বৃক্ষরোপণ এবং চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সারাদিন ব্যাপী অর্ধশতাধিক শিক্ষার্থীদের চক্ষু পরীক্ষা নিরীক্ষান্তে প্রয়োজনী ঔষধ প্রদান করেন, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার ও বৃক্ষ বিতরণ করা এবং বৃক্ষ-রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

- Advertisement -

প্রাথমিক এবং মাধ্যমিক বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং ব্লু স্কাইয়ের ক্লাব সভাপতি “লায়ন সায়দুর রহমান মিন্টু”। উপস্থিত ছিলেন লিও ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ এর, সহ-সভাপতি “লিও আতিক শাহরিয়ার সাদিফ”, কোষাধ্যক্ষ “লিও মোঃ শওকত হোসেইন” এবং জোন ডিরেক্টর ও লিও ক্লাব অব চিটাগং ব্লু স্কাইয়ের সদ্য প্রাক্তন সভাপতি ” লিও মুহাম্মদ আবু তাকিব ”
এছাড়াও উপস্থিত ছিলেন , ক্লাব সভাপতি “লিও মোহাম্মাদ আল ফয়সাল, সহ-সভাপতি ” লিও আমেনা খাতুন”, সচিব “লিও মোহাম্মদ ইয়াসিন”, কোষাধ্যক্ষ “লিও মিজানুর রহমান”, জিএসটি “লিও জান্নাতুল ফেরদৌস” এবং অন্যান্য ক্লাব সদস্য।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে লায়ন সায়দুর রহমান মিন্টু বলেন,” বৈশ্বিক উষ্ণতার এই সময়ে প্রতিটি মানুষের উচিত অন্তত একটা গাছের বদলে ৫ টি করে গাছ রোপন করা,বৃক্ষরোপণ এবং বনায়ন পারে পরিবেশকে সতেজ রাখতে..Plant more tree to save the planet “

সর্বশেষ