মেহেরপুরঃ বাঙালী জাতির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাংনী রিপোর্টার্স ক্লাব হতে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ হরা হয়েছে।
এছাড়াও এসময় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
সোমবার (১৫ আগস্ট) সকাল ১০ টা ৪৫ মিনিটের সময় গাংনী উপজেলা পরিষদ চত্বরে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে ১৫ আগস্টের শহীদদের আত্মার প্রতি দোয়া ও মোনাজাতের মাধ্যমে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা চত্বরে এই দিবসকে স্মরণ করে গাংনী রিপোর্টার্স ক্নাবের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গাংনী রিপোর্টার্স ক্লাবের সভাপতি আনারুল ইসলাম (বাবু) সহ সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান (মুস্তা) সাংগঠনিক সম্পাদক রুবেল আহম্মেদ, সহসাংগঠনিক সম্পাদক মেহের আলী বাচ্চু, দপ্তর সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, নির্বাহী সদস্য মাজিদ আল মামুন, নির্বাহী সদস্য মাহাবুব ইসলাম, নির্বাহী সদস্য কামাল হোসেন, সেলিম বাবু ও গাফফার ইসলাম প্রমুখ।