spot_imgspot_img
spot_imgspot_img

সাপের ছোবলে প্রাণ গেল কৃষকের

spot_img

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে সাপের ছোবলে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর গ্রামের প্রামাণিক পাড়ায় এ ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত কৃষকের নাম খাইরুল। তিনি ওই এলাকার মৃত আশেদ আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সকালে খাইরুল আমনক্ষেতে পানি দিতে গিয়ে একটি গর্তে পা দিলে বিষধর সাপ তাকে কামড় দেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রংপুর মেডিকেলে ভর্তি করানোর কিছুক্ষণ পরেই খাইরুলের মৃত্যু হয়।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত কৃষককে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
 

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ