২৩টি চোরাই অটোরিক্সাসহ আটক ৪

রাজধানীর সবুজবাগ ও মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে ২৩টি চোরাই অটোরিক্সাসহ ৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

- Advertisement -

মঙ্গলবার (১৬ আগস্ট) দিনগত রাতে পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, ২৩টি চোরাই অটোরিক্সা উদ্ধারসহ আন্তঃজেলা চোরচক্রের ৪ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

সর্বশেষ