spot_imgspot_img
spot_imgspot_img

বোয়লখালীতে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

spot_img

মুহাম্মদ জুয়েল: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য বাবু হারাধন চৌধুরী লাশ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

বুধবার (১৭ আগষ্ট) ভোররাতে বাড়ি থেকে ২০০গজ দূরে পুকুর পাড় হতে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত বাবু হারাধন চৌধুরী করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত চিন্তা হরণ চৌধুরীর ছেলে। তিনি অত্র ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

প্রাথমিকভাবে হারাধণের হত্যাকাণ্ডের কোন কারণ জানাতে পারেনি পুলিশ। ভোর ৫টার দিকে পূজার ফুল তুলতে গিয়ে পুকুর পাড়ে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন প্রতিবেশী বিনা চৌধুরী।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার উত্তর করলডেঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে রাত ৩ টার দিকে বের হন হারাধন। ঘরে আর না ফিরলেও লাশ হিসেবে পাওয়া যায় পুকুর পাড়ে। খবরটা ছড়িয়ে পড়লে সকাল ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বোয়ালখালী থানা পুলিশ।

এদিকে বাবার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন নিহত হারাধনের মেয়ে চম্পা দে। হারাধনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কড়লডেঙ্গা ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম উদ্দীন বলেন, পুকুর পাড়ে নিথর দেহ পড়ে থাকতে দেখা গেছে। তার স্ত্রী সুপ্রিয়া চৌধুরী রাতে কয়েকজনকে ঘরের আশপাশে ঘুরতে দেখেছে। যা পুলিশের তদন্ত মাধ্যমে সুষ্ঠু তথ্য উঠে আসুক এটাই চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর মৃতদেহে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি, তারপরেও লাশ ময়নাতদন্তের জন্য গতকাল বুধবার সকালে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইএএম/পিএস

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ