spot_imgspot_img
spot_imgspot_img

ক্লাসের সবাইকে সমান নম্বর দিলেন শিক্ষক!

spot_img

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) মার্কেটিং বিভাগের একটি শিক্ষাবর্ষের সব শিক্ষার্থী ইন্টারনাল পরীক্ষায় সমান নম্বর পেয়েছেন। এ ঘটনায় বিভাগীয় শিক্ষক হিল্লোল ফৌজদারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

- Advertisement -

বৃহস্পতিবার (১৮ আগস্ট) উপাচার্য দপ্তর সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘ইন্ট্রোডাকশন টু বিজনেস’ কোড-১১১) কোর্সের কোর্স শিক্ষক ছিলেন মার্কেটিং বিভাগের শিক্ষক হিল্লোল ফৌজদার। এই কোর্সের ইন্টারনাল ৪০ নম্বরের পরীক্ষায় ২৭ শিক্ষার্থীকে সমান নম্বর দিয়েছেন তিনি। তারা সবাই ৩৭ নম্বর করে পেয়েছেন।

ফলাফল বিশ্লেষণে আরও জানা যায়, প্রত্যেক শিক্ষার্থীকে প্রেজেন্টেশনে ১০ নম্বর এবং ক্লাসে উপস্থিতিতে ১০ নম্বর করে দেওয়া হয়েছে। তবে সবার ক্লাস উপস্থিতি নিয়মিত ছিল না বলে জানা গেছে। এছাড়া দুটি মিড-টার্ম মিলিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে ২০ নম্বরের মধ্যে ১৭ নম্বর করে দিয়েছেন কোর্স শিক্ষক হিল্লোল ফৌজদার।

jagonews24

এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশ না করার শর্তে বিভাগটির ২০২০-২১ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী জাগো নিউজকে বলেন, ‘আমরা ভালো পরীক্ষা দিয়েও যে নম্বর পেয়েছি, অনেকে বাজে পরীক্ষা দিয়েও একই নম্বর পেয়েছে। ক্লাসে উপস্থিত না থেকেও পূর্ণ ১০ নম্বর পেয়েছে অনেকে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

এ বিষয়ে শিক্ষক হিল্লোল ফৌজদার বলেন, ‘শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করেই এমনটি করা হয়েছে। তারা যেন উৎসাহ না হারায় এবং ভালো রেজাল্ট করতে উদ্বুদ্ধ হয় সেই কারণে আমি সবাইকে ভালো নম্বর দেওয়ার চেষ্টা করেছি।’

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘প্রতিযোগিতামূলক পরীক্ষায় শ্রেষ্ঠ প্রার্থীকে নির্বাচনের জন্য পরীক্ষার আয়োজন করা হয়। তাই পরীক্ষার ফলাফলে এ ধরনের মানবিকতা দেখানোর কোনো সুযোগ নেই।’

জানতে চাইলে উপাচার্য ও মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, ‘ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি কারণ দর্শিয়েছেন। আমরা পরবর্তী সময়ে এটি নিয়ে কমিটিতে আলোচনা করে দেখবো। তবে সব শিক্ষককে একটি বার্তা দিতে চাই যে এরকম হওয়াটা কখনোই কাম্য নয়।’

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ