spot_imgspot_img
spot_imgspot_img

উড়ন্ত বিমানে ঘুমিয়ে পড়লেন দুই পাইলট

spot_img

উড়োজাহাজ উড়ছে ৩৭ হাজার ফুট উঁচুতে। কিছুক্ষণেই সেটির নিচে নামার কথা। অথচ উড়োজাহাজের নামার নাম নেই। কারণ খুঁজতে দেখা গেলো ঘুমিয়ে পড়েছেন দুই পাইলট।

- Advertisement -

ঘটনাটি ঘটেছে ইথিওপিয়ান এয়ারলাইনসে। সুদানের খার্তুম থেকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা যাওয়ার সময় এ ঘটনা ঘটেছে।

গত সোমবারের এ ঘটনায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট ‘ইটি ৩৪৩’ সুদানের খার্তুম থেকে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যাচ্ছিল। কিন্তু ঘুমে থাকায় প্লেনটিকে অবতরণের কোনও উদ্যোগ নেননি পাইলটরা।

জানা গেছে, উড়োজাহাজটিকে অটোপাইলট প্রযুক্তির সহায়তায় ভূপৃষ্ঠ থেকে ৩৭ হাজার ফুট উচ্চতায় উড়তে থাকে। বিমানবন্দর কর্তৃপক্ষ বেশ কয়েকবার উড়োজাহাজের ক্রু’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়।

এভিয়েশন হেরাল্ডের তথ্যমতে, বিমানবন্দরের কাছে এসেও ইটি৩৪৩ ফ্লাইট অবতরণ না করায় এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) একটি সতর্কতা জারি করে। কিছুক্ষণের পর বিমানে একটি সতর্কতাসূচক এলার্ম বেজে ওঠে। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে পাইলটদের। পরে উড়াজাহাজটিকে বিমানবন্দরে নিরাপদে অবতরণ করান পাইলটরা। এ ঘটনায় কেউ হতাহত হননি। আড়াই ঘণ্টা বিমানবন্দরে অবস্থানের পর ছেড়ে যায় বোয়িং ৭৩৭।

গত মে মাসেও একই ধরনের ঘটনা ঘটেছিল। তখন দুই পাইলট যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ইতালির রোমের ফ্লাইটে ঘুমিয়ে পড়েছিলেন। ওই সময় উড়োজাহাজটি ৩৮ হাজার ফুট ওপরে ছিল।

বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা থেকে ঘটনাটির তদন্ত করা হয়েছিল। তদন্তকারীরা নিশ্চিত করেছেন যে আইটিএ এয়ারওয়েজের দুই পাইলটই তাঁদের এয়ারবাস ৩৩০ ফ্রান্সের আকাশসীমা দিয়ে যাওয়ার সময় ঘুমাচ্ছিলেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ