spot_imgspot_img
spot_imgspot_img

মিথ্যাচার করা সেই বোটের মাঝি আটক

spot_img

চট্টগ্রামের সন্দ্বীপে ইউএনও সম্রাট খীসার অফিসে মিথ্যাচার করা সেই লালবোটের মাঝিকে আটক করেছে সন্দ্বীপ থানা পুলিশ । শনিবার (২০ আগস্ট) লালবোট দুর্ঘটনায় নিখোঁজ আব্দুল মান্নানের স্ত্রী শেফা বেগম সন্দ্বীপ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

- Advertisement -

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, লালবোটের মাঝি আব্দুল কাদের জিজ্ঞাসাবাদের জন্য তাকে আমরা থানায় এনেছি, উদ্ধার সংক্রান্ত যাবতীয় তৎপরতার কথা কোষ্টগার্ডকে জানানো হয়েছে ।

কোষ্টগার্ডের রহমত কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আরশাদুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই সন্দ্বীপ উপকূলের বিভিন্ন স্থানে উদ্ধার তৎপরতা চলমান আছে ।

এর আগে শুক্রবার (১৯ আগস্ট) সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার সম্রাট খীসার অফিসে উপস্থিত হয়ে লালবোটের মাঝি আব্দুল কাদের বলেন, একজন নদীতে পড়ছে। তাকে দাড়ি ফেলে উদ্ধার করা হয়েছে এবং সে বাড়ি চলে গেছে । যদিও এমন বক্তব্যকে সরাসরি মিথ্যাচার বলে উল্লেখ করেছেন প্রত্যক্ষদর্শীরা ।

তাছাড়া এ ঘটনাকে ধামাচাপা দেয়ার জন্য সন্দ্বীপ জুড়ে একটি সংঘবদ্ধ চক্র একজোট হয়ে কাজ করছে বলেও জানা গেছে, নিখোঁজ আব্দুল মান্নান সেরাং এর পুত্র সাগর আলী জানান, সকাল থেকে এ পর্যন্ত আমার কাছে বিভিন্ন জায়গায় লাশ পাবার খবর দিয়েছে কিছু লোক, কিন্তু কোনটাই সত্যি নয় । মুল ঘটনাকে আড়ালে রাখতেই এমন তথ্য বিভ্রাট করছে তারা ।

সন্দ্বীপের স্থানীয় একজন সাংবাদিক জানান, কিছু মানুষ ভুয়া তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে । এখন পর্যন্ত তিনটা জায়গায় লাশ ভেসে উঠার কথা শুনলেও সেখানে গিয়ে দেখি সব ভুয়া । আসলে এসব উদ্দেশ্য প্রণোদিত গল্প ছড়িয়ে প্রশাসন ও সাধারণ মানুষকে ধোঁকা দেয়ার পায়তারা করছে তারা ।

বোটের মাঝি আটকের পর ঘাট ইজারাদারের প্রতিক্রিয়া জানতে বার বার কল দেয়া হলেও ফোনে পাওয়া যায়নি ইজারাদার আনোয়ার হোসেন কে ।

ইএএম/এআরই/পিএস

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ