spot_imgspot_img
spot_imgspot_img

বিদেশে গিয়ে কিছু বলার দায়িত্ব কাউকে দেয়া হয়নি: তথ্যমন্ত্রী

spot_img

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে দল নিয়ে কোনো আলোচনার দায়িত্ব দেয়া হয়নি, এমন মন্তব্য করেছেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। রোববার সচিবালয়ে তিনি বলেন, আব্দুল মোমেন কেন্দ্রীয় কমিটির কেউ নন। তাই আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে কিছু বলার দায়িত্ব তাকে দেয়া হয়নি।

- Advertisement -

এসময় তিনি আরো বলেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে বিতর্কের পরের দিনই তিনি (পররাষ্ট্রমন্ত্রী) বলেছেন, তার বক্তব্য বিকৃত করে মিডিয়াতে উপস্থাপন করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দলের (আওয়ামী লীগ) ভিত জনগণ। আওয়ামী লীগ জনগণের শক্তিকে বিশ্বাস করে। জনগণ ছাড়া কেউ সরকার টিকিয়ে রাখতে পারে না।

হাছান মাহমুদ আরো বলেছেন, কেউ যদি বিদেশে গিয়ে কারো সঙ্গে গল্প করে আসেন, তার দায়-দায়িত্ব সরকার বা দলের নয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার চট্টগ্রামে জন্মাষ্টমীর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, তিনি ভারতে গিয়ে বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে ‘যা যা করা দরকার’ তা-ই করার অনুরোধ করেছেন। এই বক্তব্যের পরদিনই অবশ্য তিনি এই কথার ব্যাত‌্যা দিয়েছেন। তবে এর আগেই পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যে দেশের রাজনীতিতে আলোচনা- সমালোচনা শুরু হয়।

এছাড়া বিভিন্ন দলের পক্ষ থেকেও কড়া প্রতিক্রিয়া ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। অনেকে বলেছেন, এটা দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন করেছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ