২১ আগস্ট উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া

মেহেরপুরঃ ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে মেহেরপুর জেলা আওয়ামী লীগ।

- Advertisement -

বিএনপি-জামাতের বর্বোরচিত গ্রেনেট হামলায় নিহত সকল শহীদের স্মরণে শ্রদ্ধা, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে ক্ষমতাসীন দলটি। ২০০৪ সালের এ দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। এ ঘটনায় নিহত হন ২৪ জন। আহত হন আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী।

রবিবার (২১ আগস্ট) বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় (জুমের মাধ্যমে) সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মিয়াজান আলী, অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক এম এ খালেক, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, পিপি পল্লব ভট্টাচার্য,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান,পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হীরা,জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, যুবলীগ নেতা শফি কামাল পলাশ প্রমূখ।

সর্বশেষ