পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিকৃত করা হয়েছে: মন্ত্রণালয়

চট্টগ্রামে জন্মাষ্টমীর অনুষ্ঠানে নিজের বক্তব্য অস্বীকার করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সোমবার যে বক্তব্য দিয়েছেন, সেটাকেও বিকৃত করে প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

- Advertisement -

সোমবার রাতে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রীর উক্তি বিকৃতভাবে উপস্থাপনের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে- যা অত্যন্ত দুঃখজনক।”

সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মোমেনকে করা সাংবাদিকদের প্রশ্ন এবং তার উত্তরে মন্ত্রীর বক্তব্যও সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

সেখানে বলা হয়, “সাংবাদিকদের অনুরোধে, তাদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ’আমাকে যে অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে তার ধারে কাছেও আমি বলিনি। আমি ইলেকশন নিয়ে কোনো কথা বলি নাই। ভারতে (গিয়ে) ইলেকশন নিয়ে কোনো সাহায্যের জন্য বলিনি’।”

“সাংবাদিকরা আরও জানতে চান, আপনি তাহলে কী বলেছেন? এ প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ’আমি স্থিতিশীলতার কথা বলেছি। আমি গ্লোবাল কনটেক্সটে সব জায়গায় যে অস্থিতিশীলতা হচ্ছে, স্টেবলিটির কথা বলেছি।’ সাংবাদিকরা তখন জানতে চান, ‘আপনার বিরুদ্ধে যে অভিযোগ দিল, এটা নিয়ে আপনি কি বলবেন?’ এ প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এগুলো তো একেবারে ডাঁহা…।’”

কিছু সংবাদমাধ্যম পররাষ্ট্রমন্ত্রীর পুরো বক্তব্য উল্লেখ না করে তা ’বিকৃতভাবে প্রচার’ করছে দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “এবং তা হল ’শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে হবে- ভারতে গিয়ে এমন কোনও কথা আমি বলিনি’।”

ভারত সফরের সময় বাংলাদেশের ‘স্থিতিশীলতার’ বিষয়ে চট্টগ্রামের অনুষ্ঠানে মন্ত্রীর বক্তব্যের একটি বর্ণনা সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সেখানে বলা হয়, ১৮ অগাস্ট চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানের আয়োজকরা অনুষ্ঠানের পরররাষ্ট্রমন্ত্রীর কাছে কয়েকটি প্রশ্নের উত্তর চেয়েছিলেন। সেই প্রেক্ষিতে তিনি সম্প্রতি ভারত সফরের সময় ভারত সরকারের কাছে প্রদত্ত বক্তব্যের বিষয়ে তুলে ধরেন।

“পররাষ্ট্রমন্ত্রীর ঐ সফরে নির্বাচন নিয়ে কোনো কথাই হয়নি। আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলাপ হয়েছে।”

পররাষ্ট্রমন্ত্রী মোমেনের গৌহাটি সফরের কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, “তিনি গৌহাটিতে গিয়েছিলেন এবং সেখানে আসামের মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সন্ত্রাসী তৎপরতা বন্ধ হওয়ায় আসামে স্থিতিশীলতা এসেছে এবং অনেক উন্নয়ন হচ্ছে।

“সে প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী মোমেন ভারত সরকারকে বলেছেন যে, উভয় দেশের মঙ্গলের জন্য, উন্নয়নের জন্য স্থিতিশীলতা খুবই প্রয়োজন। কোনো ধরনের সাম্প্রদায়িক ইস্যুকে অতিরঞ্জিতভাবে প্রচার করে যাতে উভয় দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়, সে বিষয়ে বন্ধুপ্রতিম দেশ হিসাবে পররাষ্ট্রমন্ত্রী তাদের সহায়তা চেয়েছেন।”

সর্বশেষ